
নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারের কঠোর নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ একাধিক রাজনৈতিক নেতাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে। এবার ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন শিবসেনার নেতা ও সাংসদ সঞ্জয় রাউত।
সঞ্জয় রাউত বলেছেন, “ভারতের রাজনীতিবিদরা যদি এখনই নিজেদের ঠিকমতো সামলাতে না পারেন, তবে নেপালের মতো পরিস্থিতি ভারতের ক্ষেত্রেও তৈরি হতে পারে।” তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উপরও আক্রমণ চালিয়ে বলেন, “দুর্নীতি, স্বৈরশাসন এবং স্বজনপ্রীতির আগুন নেপালে যেমন জ্বলছে, তা ভারতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।”
রাউতের মতে, ভারত এখনও এই পরিস্থিতিতে পৌঁছায়নি শুধু মহাত্মা গান্ধীর অহিংস নীতি এবং আদর্শের কারণে। তিনি বলেন, “ভারত বেঁচে আছে কেবল এই কারণে যে মহাত্মা গান্ধী এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ এখনও তাকে বিশ্বাস করে, তাই শাসকরা টিকে আছেন। মোদিজি, আপনি যতই গান্ধীকে আক্রমণ করুন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণে টিকে আছে।”
মোদি সরকারের নীতি ও পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন রাউত। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে। এর মানে, দেশে এখনও বিপুলসংখ্যক দরিদ্র মানুষ রয়েছেন। “নেপালের অবস্থাও এমনই ছিল। দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে, কারও সন্তান দুবাই বা সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করছে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান—এটাই বাস্তবতা।”
রাউত মোদি সরকারের পররাষ্ট্রনীতিকেও ব্যর্থ উল্লেখ করেন। তিনি বলেন, “নেপাল একসময় আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু সংকটে ভারত সাহায্যের হাত বাড়ায়নি। এটিই আমাদের পররাষ্ট্রনীতির স্পষ্ট ব্যর্থতা।”
সূত্র: ইকোনমিক টাইমস