
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা চালু এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেও কাজ করবে বিএনপি- এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। যারা মেধাবী তাদের জন্য জুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।’
ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে দেশে পেপাল সেবা চালু করতে বিএনপি ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে।’
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।