.jpg)
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, এ জন্য গণভোটে আমরা ‘হ্যা’-এর পক্ষে ভোট দেব।’
নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে, নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফকালে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের সংস্কারের পক্ষে অবস্থান রেখেছে। বিএনপি দেশের সংস্কারের জনক। তিনি উল্লেখ করেন, “বরং অনেক রাজনৈতিক দল নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে জুলাই সনদ লংঘন করেছে।”
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম খান। দলের প্রতিনিধি দলের মধ্যে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।