
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার দুপুরে সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের নিকট তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন জেলার বাসিন্দা, তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল। সম্প্রতি ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিএসএফ। পরে তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি।
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার সাহেব আলী, খুলনা সদর থানার বাগমারা গ্রামের ফজলে রাব্বি, খুলনার দৌলতপুর থানার মিরের ডাঙ্গা গ্রামের সুমনা। রাজবাড়ি সদর থানার উদয়পুর গ্রামের মাহফুজুর রহমান ইমরান। সিরাজগঞ্জ জেলার দেলুয়া গ্রামের মারুফা খাতুন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চর হোগলবুণিয়া গ্রামের সুরজাহান বেগম, চর হোগলাবুনিয়া গ্রামের রুপি বেগম, একই এলাকার রেশমা আক্তার, মিরাজ শেখ, মিরাজ মোল্লা, রফিক শেখ। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সলিমপুর গ্রামের রনি আহম্মেদ বাবু।
এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় কুড়িগ্রাম, সাতক্ষীরা, বেনাপোল, রাজশাহী সীমান্ত দিয়ে কাজের জন্য অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে হরিয়ানা, বোম্বাই, দিল্লি, কলকাতা এলাকায় অবস্থান করছিলেন।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, ১২ জন বাংলাদেশি নাগরিককে বিকাল সাড়ে ৩টার দিকে হস্তান্তর করা হয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।