
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এআই১৮০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে দুজন ছোট আকৃতির তেলাপোকা দেখতে পান বলে জানিয়েছেন।
ঘটনাটি সামনে আসার পর এয়ার ইন্ডিয়া বিষয়টি স্বীকার করে এক বিবৃতি দিয়েছে এবং তদন্তের নির্দেশও দিয়েছে। সংস্থাটির বক্তব্য, “মাটিতে অবস্থানকালে মাঝে মাঝে বিমানে পোকামাকড় ঢুকে যায়।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার (৪ আগস্ট) বলা হয়, ফ্লাইটটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল। প্রথম পর্বে, অর্থাৎ সান ফ্রান্সিসকো থেকে কলকাতা পর্যন্ত যাত্রার সময় দুজন যাত্রী তেলাপোকার কারণে বিরক্ত হন। এয়ার ইন্ডিয়া এই পরিস্থিতিকে “দুঃখজনক” বলে অভিহিত করেছে।
পোকামাকড় দেখা দেওয়ার পর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে যাত্রীদের একই শ্রেণির অন্য আসনে স্থানান্তর করে, যাতে তারা আরামদায়কভাবে যাত্রা শেষ করতে পারেন।
কলকাতায় পৌঁছানোর পর জ্বালানি সরবরাহের বিরতির সময় ফ্লাইটটির কেবিনে সম্পূর্ণ পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর বিমানটি যথাসময়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
এই অস্বস্তিকর অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া বলেছে, “আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত।” তবে পাশাপাশি তারা এটাও জানিয়েছে, “নিয়মিত জীবাণুনাশক ছিটানোর পরেও মাঝেমধ্যে বিমানে পোকামাকড় প্রবেশ করতে পারে, বিশেষ করে যখন বিমানটি স্থলভাগে অবস্থান করে।”
তেলাপোকার উপস্থিতি নিয়ে করা অভিযোগের পর এয়ার ইন্ডিয়া একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে, যার মাধ্যমে কীভাবে ও কোথা থেকে পোকামাকড় ঢুকেছে, তা খতিয়ে দেখা হবে। লক্ষ্য হলো ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না ঘটে তা নিশ্চিত করা।
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার কদিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী আরেকটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে উড্ডয়নের আগেই ফ্লাইট বাতিল করা হয়েছিল।