
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমরা ১৭ বছর কঠোর পরিশ্রম করেছি। ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে, নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবি আমি অবশ্যই শুনব।”
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আজ আমি যে অবস্থানে আছি, তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম এবং অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, ভোটাররা যে সিদ্ধান্ত দেবেন, সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত নেবেন—আমি তাদের সঙ্গে থাকব।”
নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি জানান, “বিএনপি এখনও অনেক আসনে প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে এবং ত্যাগ স্বীকার করেছে। অন্যান্য দলের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চলছে। জোটের পক্ষ থেকে যেসব আসন চাওয়া হয়েছে, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুতই সেই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে।”
আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।