
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার পুয়ের্তো রিকো সফরে জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে একসঙ্গে নামাজে অংশ নেন।
মসজিদে উপস্থিত মানুষজন তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায়। খুতবার পর ৩৪ বছর বয়সী মামদানি সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি মানুষের মধ্যে খাবার বিতরণ করতেও দেখা যায়।
মামদানি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের নির্বাচনী ইতিহাসে রেকর্ড হিসাবে নথিভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার তিনি বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে পুয়ের্তো রিকো সফরে যান। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক এবং লবিস্টরা অংশ নেন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিক মতবিনিময়েরও সুযোগ থাকে।
নির্বাচনের পর এটি মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরে তার সঙ্গে একটি দল রয়েছে এবং ইতিমধ্যেই সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করা হয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে মামদানি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক।