
ম্যাচের আগে পেমেন্ট সংক্রান্ত অচেনা পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশি ক্লাব রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস হুমকি দেয়, পেমেন্ট না হলে লাতিন বাংলা সুপার কাপের আর্জেন্টিনার ক্লাব অ্যাতলেটিকো চার্লানোর বিপক্ষে খেলবে না। শেষমেষ আলোচনা সেরে মাঠে নামে স্বাগতিক দল।
মাঠে নেমেই নিজেদের সামর্থ্য প্রদর্শন করে ফিউচার স্টারস। আগেই গোল করার সুযোগ পায়, যদিও লিড ধরে রাখতে পারেনি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র, যা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১১ ডিসেম্বর ফিউচার স্টারসের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিলের সাও বার্নাদো। এই ম্যাচে ঢাকায় আসার কথা রয়েছে ব্রাজিলিয়ান তারকা কাফুর।