
আফগানিস্তান এক নতুন জলসম্পদ প্রকল্প নিয়ে পাকিস্তানকে উদ্বেগে ফেলেছে। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশের জ্বালানি ও পানিমন্ত্রণালয়কে দ্রুত কুনার নদীর উপর একটি বাঁধ নির্মাণ শুরু করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে পানিসম্পদ সংক্রান্ত উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে।
আফগানিস্তানের জ্বালানি ও পানিমন্ত্রী আব্দুল লতিফ মনসুর জানান, আখুন্দজাদা বিদেশি কোম্পানির অপেক্ষা না করে দেশীয় কোম্পানির সঙ্গে চুক্তি করে প্রকল্পটি তাড়াতাড়ি শুরু করার নির্দেশ দিয়েছেন। মনসুর আখুন্দজাদাকে উদ্ধৃত করে বলেন, "আফগানদের নিজস্ব পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে।"
আফগানিস্তান ইন্টারন্যাশনালের শুক্রবার, ২৪ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার নদী দেশের পাঁচটি প্রধান নদীর একটি। পাকিস্তানের চিত্রাল অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তানের কুনার প্রদেশের মধ্য দিয়ে প্রায় ৪৮২ কিলোমিটার প্রবাহিত এই নদী পরে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়। কাবুল নদীর অধিকাংশ পানি অবশেষে পাকিস্তানে পৌঁছায়, যেখানে খাইবার পাখতুনখোয়ার মতো প্রদেশগুলো আফগান নদীর পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
আফগানিস্তান পানির দিক থেকে সমৃদ্ধ হলেও, কয়েক দশকের যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণে দেশটি কার্যকর পানি ব্যবস্থাপনার কাঠামো গড়তে পারেনি।
পাকিস্তান নদীর প্রবাহ নিয়ে অত্যন্ত সংবেদনশীল। তালেবান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে কুনার নদীর উপর বাঁধ নির্মাণ নতুন করে চাপ সৃষ্টি করছে। দুই দেশের মধ্যে পানি বণ্টন দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয়। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পানি চুক্তি নেই, এবং প্রথাগত ভিত্তিতেই পানি ভাগাভাগি করা হয়।
সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদ চিত্রাল নদীর পানি আফগানিস্তানে প্রবেশের আগে সরিয়ে সোয়াত নদীর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভাবছে। দ্য নেশন পত্রিকা পাকিস্তানের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে কুনার এবং কাবুল নদীর সঙ্গে মিশে যাওয়ার আগে ইসলামাবাদ নদীর পথ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে।