
নির্বাচন ঘনিয়ে এলেও এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেয়নি গণঅধিকার পরিষদ, জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার, ৯ অক্টোবর, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে নুর বলেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারও সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’
তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চললেও এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি। একই সঙ্গে তিনি জানান, সারা দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, খুব শিগগিরই ধাপে ধাপে বাকি আসনগুলোতেও প্রার্থীদের নাম জানানো হবে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের বক্তব্য না নিয়ে অনুমানভিত্তিক সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি।
পোস্টের শেষে তিনি দলের দুই নেতার নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ করে বলেন, নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হলে যেন সংশ্লিষ্টদের সাথেই যোগাযোগ করা হয়।