
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের একটি কনভয়ের ওপর অপ্রত্যাশিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কারাক জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলার সত্যতা এবং হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় এলাকায় পুলিশবাহিনীর বিশাল বহর মোতায়েন ছিল, যার মধ্যে জেলা পুলিশের কর্মকর্তারাও ছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার প্রকৃত ধরন এখনও স্পষ্ট হয়নি। তবে জেলা পুলিশের মুখপাত্র যে ছবিটি প্রকাশ করেছেন, তাতে পুড়ে যাওয়া পুলিশের গাড়ির অংশ দেখা গেছে।
ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পুলিশের ওপর ধারাবাহিকভাবে হামলার এই ঘটনা সর্বশেষ।
এ বিষয়ে পূর্বের ঘটনাও উদ্বেগজনক। গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় একজন পুলিশ কর্মকর্তা এবং তার ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ কর্মকর্তা মারা যান এবং আরও পাঁচজন আহত হন। এছাড়া নভেম্বর মাসে হাঙ্গু এলাকায় চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল।