
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা–৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওই দিন রাজধানীতে কোটি মানুষের অংশগ্রহণে তাকে গণসংবর্ধনা জানানো হবে বলেও জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। জনগণই তার নিরাপত্তার প্রধান ভরসা হবে। তিনি বলেন, “জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে। ইনশাআল্লাহ, কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই, যা আমাদের নেতার ক্ষতি করতে পারবে।”
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে জিয়া মাঠসংলগ্ন নাজমা টাওয়ারে ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইশরাক হোসেন বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, দেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। নারীরা যদি ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসেন, তাহলে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ও বড় ধরনের পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কল্যাণে বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। এই কার্ড পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা হবে, যাতে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। ভোট কারচুপি ঠেকাতে দলীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নারী ভোটকেন্দ্রে কেবল নারী পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, “বিগত ১৭ বছরে দেশে ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন আর গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে কাজ করছে না, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের বাইরে পাচার হওয়া ও লুটপাটের অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
ঢাকা–৬ আসনের ভোটারদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তিনি এই এলাকারই সন্তান। জনগণের ভোটে সংসদে যেতে পারলে গ্যাস সংকট, জলাবদ্ধতা, ময়লা–আবর্জনা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে তিনি দৃঢ় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকীতুল আহসান রন্জু, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সেলিম, মেহেদী হাসান লিটু, সৈয়দ মাসুদ রেজা সুমন, তবারক হাসান, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ বুলবুল, সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, ওয়ারী থানা মহিলা দলের সভানেত্রী সোনিয়া মাওলা, সদস্য সচিব সোনিয়া হকসহ স্থানীয় নেতাকর্মীরা।