
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না। তবে দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার দলভুক্তির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ।” নাহিদ ইসলাম আরও জানান, দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। বরং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে তার দায়িত্ব থাকবে।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি।” তিনি স্পষ্ট করে জানান, এবার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই তার। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।”
এর আগে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন শোনা গেলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানিয়েছিলেন, কোনো দলের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবেই লড়বেন। তবে সব আলোচনা ও সম্ভাবনার ইতি টেনে শেষ পর্যন্ত সোমবার তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন।