
ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। ডায়ালাইসিস বন্ধ হলে অবস্থা আরও খারাপ হয়। বয়স এবং জটিল রোগের কারণে সব ধরনের চিকিৎসা একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক। তিনি বলেন, "খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি হাসপতালে যাচ্ছি। উনাকে রেগুলোর ডায়লাইসিস দিতে হচ্ছে। বন্ধ করলে অবস্থা আরও খারাপ হচ্ছে।"
বোর্ডের আরেক সদস্য ডা. জাফর ইকবাল বলেন, "ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা বলতে গেলে ‘ক্রিটিক্যালি ইল’। ভালো বলা যাচ্ছে না। সবার কাছে দোয়া চাই। আমরা ফারদার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট আসলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।"
চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং দীর্ঘদিনের অসুখের কারণে খালেদা জিয়ার শরীর এখন সব জটিলতা থেকে দ্রুত সেরে উঠতে পারছে না। বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
১৭ বছর পর যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর তারেক রহমান শনিবার ও রোববার মায়ের শয্যাপাশে ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
প্রায় এক মাস ধরে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য প্রতিদিন গুলশানের বাসা থেকে খাবার পাঠানো হচ্ছে। সার্বক্ষণিক তার সঙ্গে আছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। এছাড়া ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা নিয়মিত পাশে রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
গত শনিবার রাতে বোর্ডের সভার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, "তার শারীরিক অবস্থা এখনও জটিল। আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।" তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাই শারীরিক উন্নতি হয়েছে বলা সম্ভব নয়।
চিকিৎসা বোর্ডে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা কাজ করছেন। খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।