
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়ে ৪৮ ঘণ্টার লিখিত নিশ্চয়তা পেলেই খেলায় ফিরবেন ক্রিকেটাররা। এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিপিএলের আজ দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে না বলে জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।
বৃহস্পতিবার দুপুরে বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ক্রিকেটারদের মূল লক্ষ্য খেলা চালিয়ে যাওয়া হলেও সম্মান ও ন্যূনতম মর্যাদার প্রশ্নে কোনো আপস করা সম্ভব নয়। তার ভাষায়, তারা খেলার বিরোধী নন, তবে সবকিছুর একটি সীমা রয়েছে এবং সেই সীমা অনেক আগেই লঙ্ঘিত হয়েছে।
মিঠুন আরও বলেন, এই সংকট কোনো একজন ক্রিকেটার বা একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো দেশের ক্রিকেটের সম্মান ও মর্যাদার সঙ্গে জড়িত। তার অভিযোগ, বিসিবি পরিচালকের বক্তব্যে ক্রিকেটের প্রতিটি স্তরকে ছোট করে দেখা হয়েছে। এমনকি আইসিসি ট্রফি জয় কিংবা বিশ্বকাপের গুরুত্বও কার্যত অস্বীকার করা হয়েছে বলে মনে করছেন তিনি। মিঠুনের দাবি, সংশ্লিষ্ট পরিচালকের কথাবার্তায় ক্রিকেটের প্রতি ন্যূনতম শ্রদ্ধার ছাপ তারা দেখতে পাননি।
সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘‘খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।’’ তিনি জানান, এখনো পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কোনো আলোচনা হয়নি।
এই সংবাদ সম্মেলনে আন্দোলনের পেছনে থাকা পাঁচটি কারণও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি এবং নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার ঘাটতি।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’
ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যে যদি বোর্ড এই শর্তে সম্মতি জানায়, তাহলে তারা সন্ধ্যাতেই ম্যাচ খেলতে মাঠে নামবেন।
এদিকে টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।