
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন ব্যবস্থায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির গুরুত্ব, দেশের রাজনৈতিক অঙ্গনের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠক শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন এবং দেশটিকে একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করেন। বিশেষ করে তৈরি পোশাক খাতের সম্ভাবনা এবং শুল্ক সংক্রান্ত জটিলতা দূর করতে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াত আমির বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নির্বাচন-ভিত্তিক সংস্কার চালিয়ে একটি দুর্নীতিমুক্ত, টেকসই অর্থনীতির ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে চেষ্টা চলছে, তা সফল হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আগামী নির্বাচন, রাজনৈতিক পরিবেশ ও সম্ভাব্য সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে, জামায়াতের পক্ষ থেকে জানানো হয় তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। দলের প্রতিনিধি দল নিয়মিতভাবে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে।
নির্বাচনের সময়সূচি নিয়েও রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশের জবাবে জামায়াত আমির বলেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব তারাই প্রথম দিয়েছিল। দেশের অধিকাংশ রাজনৈতিক দলই পিআর পদ্ধতির পক্ষে রয়েছে। এ পদ্ধতি শক্তির দাপট, অর্থবাণিজ্য এবং কালো টাকার প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখতে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন।
এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানা গেছে।