
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
“অনেকের অনেক রকম চিন্তা থাকে। একটা লাশ পুড়িয়ে দিয়েছে। এ ধরনের উসকানি অনেক হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই রক্ষা করতে হবে। প্রশাসন ও পুলিশকে অনুরোধ করছি যাতে সাম্পদ্রায়িক সম্প্রীতি রক্ষা হয় সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে,” আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। যদিও পুলিশ জানিয়েছে, ধর্ম কটূক্তির কোনো প্রমাণ তারা পাননি।
সরকারি বার্তা সংস্থা বাসসের খবর অনুযায়ী, সিইসি আরও বলেছেন যে, “আগেও বলেছিলাম, আইনের শাসন কাকে বলে- সেটা আমরা দেখিয়ে দিতে চাই। কথাটা বলার কারণ হচ্ছে- আমাদের বিরুদ্ধে সামষ্টিকভাবে আনা যে কোনো অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক, সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব”।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে গুরুদায়িত্ব এসে পড়েছে, যদি সঠিকভাবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। আমাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হবার কোনো অবকাশ নেই।”