.png)
বাংলাদেশের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। এর আগেও তিনবার চিঠি পাঠানো হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিও ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে ডয়েচ ভেলের সঙ্গে কথা বলেছেন সাবেক কূটনীতিক মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তারা দুজনই মনে করেন, ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে না। পাশাপাশি, বর্তমানে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি দিয়ে ভারতের ওপর চাপ তৈরি করা সম্ভব নয় এবং ইন্টারপোলকেও বাধ্য করা সম্ভব নয়।
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, “আওয়ামী লীগও তাদের নেতা-কর্মীদের হত্যার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে রেখেছে। ফলে নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে।”
এদিকে, সাবেক কূটনীতিক মেজর এমদাদুল ইসলাম উল্লেখ করেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরিস্থিতিও ভিন্নভাবে প্রভাবিত হতে পারে। ফলে বর্তমানে দুই দেশের মধ্যে ফেরত দেওয়ার প্রচেষ্টা একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
সূত্র- ডয়েচ ভেলে