
ক্ষমতায় গেলে সমাজের প্রান্তিক ও অপ্রচলিত পেশার মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে এমনটি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব।” কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এই পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জনসভার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যশোরের ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি রূপরেখা তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীদের সামনে।
সকাল ৯টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান ডা. শফিকুর রহমান। সকাল থেকেই ঈদগাহ ময়দানে দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকাতেও সমর্থকদের ভিড় ছড়িয়ে পড়ে, যা সমাবেশকে বড় আকার দেয়।
যশোরের জনসভা শেষে জামায়াতে ইসলামির আমিরের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে আরও তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।