
ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়ে কিছু টানাপোড়েন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে, সেটি খুব অপ্রত্যাশিত কিছু নয়। এটা সাধারণত ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়।
তিনি আরও বলেন, বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন তো আছেই।
তবে এই টানাপোড়েন সত্ত্বেও, বর্তমান সরকার ভারতের সঙ্গে শক্তিশালী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "চাইলেই সব কিছু ঠিক হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই। দুইপক্ষকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।"