
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
ঘটনা ঘটে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পর। সমাবেশে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, মিছিল নিয়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ের দিকে যাবেন তারা।
এরপর কিছু নেতাকর্মী শাহবাগ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। সিনিয়র নেতারা তাদের শান্ত করতে চেষ্টা করেন।
প্রায় ২০ মিনিট পর পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধোঁয়া দূর হওয়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়। নেতাকর্মীরাও তখন এলাকা ত্যাগ করেন।