
রাজধানীর রামপুরায় এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনায় প্রধান সন্দেহভাজন ইয়াসিন পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখানের পশ্চিমপাড়া এলাকার আশকোনার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম একজন পেশাদার ঠিকাদার। গত ২১ জুলাই নরসিংদীর একটি প্রকল্প পরিদর্শন শেষে রাত দেড়টার দিকে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। বনশ্রী মেইন রোডে অবস্থিত আবেশ হোটেলের সামনে গাড়ি থামিয়ে নামলে হঠাৎ অসুস্থবোধ করে বসে পড়েন। সে সময় তার সঙ্গে থাকা চালক এবং এক অজ্ঞাত যুবক তাকে ধরে গাড়িতে তোলে। পরে সেই যুবকটিও গাড়িতে উঠে বসে।
গাড়িটি বনশ্রী এ-ব্লকের ৫ নম্বর রোডে পৌঁছালে আমিরুল বাসার সামনে নেমে যুবকটিকে নামতে বলেন। তখন যুবকটি নিজেকে ‘ইয়াসিন’ নামে পরিচয় দেয়। কিছুক্ষণ কথোপকথনের পর, সুযোগ বুঝে সে আমিরুলের হাতে থাকা লাইসেন্স করা পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে আমিরুল ইসলাম রামপুরা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ইয়াসিন আশকোনার একটি বাসায় লুকিয়ে রয়েছে। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
গ্রেফতার ইয়াসিন পাটোয়ারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।