
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে হাজির হন। তারা কিছুক্ষণ চিৎকার করেন এবং বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এমন স্লোগান শোনা যায়।
তিনি জানান, ওই ব্যক্তিরা পরে মূল ফটকের সামনে এসে আবারও কিছুক্ষণ উচ্চস্বরে চিৎকার করে সেখান থেকে চলে যান। তবে পুরো ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা হয়নি এবং কোনো কিছু নিক্ষেপের ঘটনাও ঘটেনি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন- ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে তিনি স্পষ্ট করেন, এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, বাস্তবে কোনো শারীরিক হামলা হয়নি।
ঘটনার পরপরই রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে চলে গেছেন এবং এর বাইরে কোনো অতিরিক্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।