
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সম্পাদক খাদিজাতুল কুবরার হিজাব ও ব্যক্তিগত শালীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘চবি পলিটিক্যাল মিম’ নামের একটি ফেসবুক পেজে অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিনের বক্তব্য হিসেবে দাবি করা হয়েছে যে খাদিজার পোশাক একজন পর্ণ তারকার সাথে তুলনীয়। সাধারণ নেটিজেনরা এই ঘটনার সমালোচনা করে এটিকে নারী রাজনীতিকদের প্রতি অভাবনীয় অবমাননা এবং বিকৃত রুচির প্রকাশ হিসেবে দেখছেন।
খাদিজাতুল কুবরা নিজের ফেসবুক ওয়ালে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এই নিকাব ইস্যুতে দেখলাম আজকে মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। এইবার দেখতে চাই আমায় নিয়ে এই নিকৃষ্টতম নোংরা কথার প্রতিবাদ আপনারা কিভাবে করেন। নাকি নিজেদের আলহামদুলিল্লাহ ইসলামীক দল বলে চুপ থাকবেন?”
দেশে নিকাব ও হিজাব নিয়ে বিভিন্ন কর্মসূচি থাকলেও নিজের ওপর হওয়া এই আক্রমণের বিরুদ্ধে পর্যাপ্ত সমর্থন না পাওয়া নিয়ে খাদিজা আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু একজন নারীর চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ধরণের অপরাধকে প্রশ্রয় দেওয়া মানে সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করা।”
সোশ্যাল মিডিয়ায় খাদিজার সমর্থকরা দাবি করেছেন যে, ডিজিটাল অপরাধ ও মব কালচারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। তারা বলেছেন, যারা কোনো মেধা বা কাজের সমালোচনা না করে পোশাক ও চারিত্রিক অবমাননায় লিপ্ত হয়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এছাড়া, বনি আমিনের নাম ব্যবহার করে ছড়ানো বক্তব্যটি প্রকৃতপক্ষেই তাঁর কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।