
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—ফেনীর জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগরের বাসিন্দা ট্রাকচালক মো. নূরনবী (৪৬) ও একই উপজেলার উত্তর ভূঁইয়া গ্রামের মো. শেখ আলম (৩৫)। পুলিশের দাবি, তারা পেশাদার মাদক কারবারি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর চেষ্টা করলে চালক ও সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে দুজনকেই আটক করে। এরপর ট্রাক তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “বিক্রির জন্য বারৈয়ারহাট থেকে গাঁজার চালানটি কিনে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছে।”
ওসি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার দেখানো হয়েছে।