
দেশজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এনএম ওয়াসিম ফিরোজ জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন পদত্যাগ করলে সহসভাপতি হিসেবে দায়িত্বে থাকা নাহিদ শিকদার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে জেলা সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।