
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মো. আকবর আজিজী বলেছেন, আগামী নির্বাচনের পর দেশ পরিচালনায় কারা দায়িত্ব নেবে তা জনগণই ঠিক করবে। তিনি প্রশ্ন তুলেছেন, “দুর্নীতিগ্রস্ত লোককে পার্লামেন্টে পাঠিয়ে ভালো সরকার আশা করা যায় কেন?”
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কমিশনার আকবর আজিজী বলেন, “ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। আমাদের মূল্যবান ভোট যেন অপাত্রের হাতে না যায়।”
তিনি আরও জানান, “নির্বাচনে প্রার্থী বাছাই করার সময় আমরা তার সততা, খ্যাতি ও কর ফাঁকির তথ্য যাচাই করি। যদি প্রার্থী দুর্নীতিমুক্ত হয়, তবে জনগণকে উচিত ভালো মানুষকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠানো। তবেই আমরা ভালো সরকার পাবো এবং আমাদের ভোটাধিকার, মানবাধিকার ও ন্যায়বিচার রক্ষা পাবে।”
দুদক কমিশনার দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে বলেন, “দুর্নীতি এখন এমন গভীরে পৌঁছে গেছে, যে উপরের দিকে যত আছে, নিচের দিকে ততই আছে। শাল গাছের মতো গভীরে গিয়ে সেটাকে সরানো সহজ নয়। তবে আমরা চেষ্টা চালাচ্ছি, সম্ভব না বলে ছেড়ে দেওয়া হবে না।”
আকবর আজিজী আরও জানান, “আমাদের কমিশনের মধ্যেও যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। ডিএডি থেকে ডাইরেক্টর পর্যায়ের কর্মকর্তাদের উপর তদন্ত চলমান। প্রমাণিত হলে সবাইকে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হবে।”