
চট্টগ্রামের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি প্রার্থী এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার পায়ে গুলি চালায়, যার ফলে তিনি গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, একই ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম সারোয়ার বাবলা বলে নিশ্চিত করেছে একটি স্থানীয় সূত্র।
বিএনপির মিডিয়া সেলও ফেসবুকে একটি পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, “চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”