
দুই সন্তানকে সাথে নিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে এক এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ওই নারীরও মৃত্যু হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার নয়নীপাড়া রেলক্রসিংয়ে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে মারা গেছে দুই শিশু—আট বছর বয়সী প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম এবং পাঁচ বছরের ছেলে মারুফ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মুহূর্তের মধ্যে মা ও দুই সন্তানের দেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তিনটি মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবারের বরাতে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা বলেন, “মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন। সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গেছে। মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন মালা। পরে সন্তানদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।”