
মাগুরার শালিখা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে জানা যায়, তারা দুজন আপন ভাই।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা সদর আড়পাড়া এলাকায় যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—আড়পাড়া এলাকার বাসিন্দা মৃত মুন্সী শহীদুজ্জামানের ছেলে মুন্সী নয়নুজ্জামান এবং মনিরুজ্জামান ওরফে চকলেট। তারা দুজনই শালিখা উপজেলা সদর আড়পাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আড়পাড়া এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে উদ্ধার করা অস্ত্রসহ তাদের শালিখা থানায় হস্তান্তর করা হয়।
শালিখা থানার ওসি আবু সাইদ জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।