
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে ১৪ বছর পর পাকিস্তানের আকাশে ফিরল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নম্বরের একটি উড়োজাহাজ ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগমনী মুহূর্তে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে ফ্লাইটটিকে অভ্যর্থনা জানানো হয়।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে বলেছে, এই ফ্লাইট বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিইজি৩৪১ ফ্লাইটটি বৃহস্পতিবার ঢাকা সময় রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছে।
এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানায়, উদ্বোধনী এই ফ্লাইটটি পূর্ণ আসন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক বিদায় জানান।