
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারী ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাজপুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনোয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা এবং মো. রফিকের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযুক্ত ছেনোয়ারা বেগম নিহত মনোয়ারা বেগমের ছেলে মো. ইদ্রিসের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছেনোয়ারা বেগমের সংসারে তিনটি সন্তান রয়েছে এবং শাশুড়ির সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে নিজ বসতঘরের একটি কক্ষে বসা অবস্থায় মনোয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।