
নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি বিদ্যুৎ মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন। এবং নাটকীয়ভাবে মাত্র দেড় ঘণ্টার মধ্যে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিজেই নিশ্চিত করেন বিদ্যুৎ মাহাতো। এর আগে দুপুরে তিনি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জামায়াতে ইসলামীতে যোগদান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, বিদ্যুৎ মাহাতোর পদত্যাগের বিষয়ে তাদের আগে থেকে কোনো তথ্য ছিল না। হোয়াটসঅ্যাপে পাঠানো পদত্যাগপত্রই তাদের কাছে পৌঁছেছে। তবে তারা দাবি করেছেন, এই ঘটনা দলের অভ্যন্তরীণ নির্বাচন বা কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।
জানতে চাইলে জেলা ছাত্রদল সদস্যসচিব মামুন দ্বীন দোহা বলেন, “হোয়াটসঅ্যাপে বিদ্যুৎ মাহাতো পদত্যাগপত্র পাঠিয়েছে। তবে এতে দলে বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”