
রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে এ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরাও।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এ জানাজায় অংশগ্রহণ করা বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গিয়েল, ভারতের পররাষ্ট্র বিষয়কমন্ত্রী এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন বিষয়কমন্ত্রী বিজিথা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়কমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ।
জানাজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্রোত আর শোকাবহ পরিবেশে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।