নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘আয়নাঘরের বন্দী ছিলাম, আমাকে ভয় দেখাবেন না।’
বুধবার (২৯ জানুয়ারি) সকালে ‘মব বন্ধ করুন-দ্রব্যমূল্য কমান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মনোয়ারা বেগম।
সভায় মোমিন মেহেদী আরো বলেন, ‘ইদানিং সত্য বলায় অনেকে হুমকি দিচ্ছেন। মনে রাখবেন নতুনধারার রাজনীতিকরা ভয় পায় না। তারা দেশ আর দেশের মানুষকে নিয়ে সবার আগে ভাবে। ভারত-পাকিস্তান বা কোনো পরাশক্তির সাথে দ্বন্দ্ব সংঘাতের সময় এখন নয় বলেই মনে করে রাজনীতি-কূটনৈতিক ও অর্থনীতি সচেতন নতুনধারার রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা চায়, বাংলাদেশ সবার আগে স্বাবলম্বী হোক। আর তাই, চাই টাকার পাচার রোধ, দুর্নীতি রোধ, দারিদ্র নিরসন, বেকারত্ব দূরিকরণ ও আইন-শৃঙ্খলার উন্নতি।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সময়েও টাকা পাচার হয়েছে, এখনো হচ্ছে। অনতিবিলম্বে টাকার পাচার রোধে পদক্ষেপ নিন। তা না হলে দেশ দেউলিয়া হয়ে যাবে।’