
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যেমন সাধারণত তারকাদের অভিনয় ও নেতৃত্বের অভিজ্ঞতা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তেমনি এবারও আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তবে নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরব। যারা শিল্পী সমিতির জন্য কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেব।”
আহমেদ শরীফ আরও জানান, তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।”
উল্লেখ্য, আহমেদ শরীফ ছিলেন শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। পরে তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ নেতৃত্বমূলক অভিজ্ঞতা এবারের নির্বাচনে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।