
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে ডিজে ডেভিড গেটারের কনসার্টে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের এবং প্রত্যক্ষদর্শীর তথ্য অনুসারে, নোরা যখন সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছিলেন, তখন এক মদ্যপ চালক দ্রুতগতিতে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং নোরা প্রচণ্ড আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর কোনো চোট না হলেও তিনি মাথায় আঘাত পেয়েছেন।
ঘটনার কয়েক ঘণ্টা পর নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিকমাধ্যমে নোরা লিখেছেন, "আজ দুপুরে আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে আমার মাথা জানালার কাচে গিয়ে লাগে।"
নোরা তার জীবনের নিরাপদ থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং লিখেছেন, "আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। এটি আরও ভয়াবহ হতে পারত।"
আহত হওয়ার পরও নোরা তার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটারের সঙ্গে মঞ্চে অংশ নেন।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো প্রসঙ্গে নোরা বলেন, "আমি কখনোই মদ বা নেশাজাতীয় দ্রব্যের পক্ষে নই। ২০২৫ সালে এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।"
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে সনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।