
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখনো পর্যাপ্ত অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তার মতে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে দেশের এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি তিনি মনে করেন, অবৈধ অভিবাসনই বাংলাদেশি পাসপোর্টের বৈশ্বিক মান নিচে নামার অন্যতম কারণ।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আয়োজনে বাংলাদেশের সঙ্গে ইতালির বর্তমান সম্পর্ক, বাণিজ্যিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে বিস্তারিত গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আলোচকেরা দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা প্রস্তাব দেন।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, “বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো প্রশংসার যোগ্য।”
তিনি আরও যোগ করেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে এসব প্রচেষ্টা যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে—এটাই আমাদের প্রত্যাশা। কারণ বিনিয়োগ হঠাৎ আসে না; এর জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা, সুশাসন ও কার্যকর আইন-কানুন অপরিহার্য। এ ক্ষেত্রগুলোতে বাংলাদেশের এখনো অনেক উন্নতির সুযোগ রয়েছে।”
পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, “বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেক নিচে। এর মূল কারণ অবৈধ অভিবাসন। অনেক বাংলাদেশি বৈধ প্রক্রিয়া এড়িয়ে বিদেশে গিয়ে পরে আশ্রয় প্রার্থনা করেন, যা পাসপোর্টের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।”
বাংলাদেশকে ইতালির একটি গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।