
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে ছাত্রলীগের এক নেতাকে তুলে নেওয়ার পরদিন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাহাদ নামে ওই ছাত্রলীগ নেতার বাবার দায়ের করা মামলায় সোমবার (১০ নভেম্বর) পাঁচলাইশ থানা পুলিশ তাদের আটক করে।
অপহৃত ছাত্রলীগ নেতার নাম মো. ফয়সাল মাহমুদ ফাহাদ। গত বছর অনুষ্ঠিত ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পান। তবে পুলিশ জানিয়েছে, ফাহাদ বর্তমানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত আছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।
এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতালে প্রবেশ করে একদল লোক মব তৈরি করে ফাহাদকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে তাকে রাউজানের একটি বাড়িতে আটকে রাখা হয় বলে জানা গেছে।
অপহরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর পুলিশ তৎপরতা শুরু করে। চাপের মুখে অভিযুক্তদের কয়েকজন ফাহাদের বিরুদ্ধে ‘নাশকতা চেষ্টার’ অভিযোগ এনে তাকে থানায় হস্তান্তরের চেষ্টা করে। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ উল্টো অপহরণে জড়িতদেরই গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “ফাহাদ নামে ওই যুবককে পাঁচলাইশ এলাকা থেকে তুলে নিয়ে রাউজানের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”