
চট্টগ্রাম বন্দরে নতুন লালদিয়া কনটেইনার ইয়ার্ড উদ্বোধনের সময় নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, “লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে এপিএম টার্মিনালসের সঙ্গে আলোচনা চলছে। তারা যেটা চাচ্ছে, আমরা তা এখনও মেনে নিইনি। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তবে দেশের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালদিয়া কনটেইনার টার্মিনাল চারটি বিদেশি পরিচালিত টার্মিনালের একটি। এটি নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালসের হাতে দেওয়ার প্রক্রিয়া চলমান। বর্তমানে সেখানে কোনো অবকাঠামো নেই; বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করে এটি নির্মাণ ও পরিচালনা করবে। টার্মিনাল পরিচালনার সময় আদায়কৃত মাশুলের ভাগ–বাটোয়ারা নিয়েও দর–কষাকষি চলছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “আন্তর্জাতিক মানে যেতে হলে বন্দরের দক্ষতাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এর জন্য প্রযুক্তি ও বিনিয়োগ অপরিহার্য। বাংলাদেশে বড় খাতে বিনিয়োগ কম হয়েছে, তবে বন্দর সম্প্রসারণে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ আশা করা হচ্ছে।”
উদ্বোধনের পাশাপাশি তিনি বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কনটেইনার ইয়ার্ড (ইস্ট কলোনি সংলগ্ন) এবং বন্দরের এক্স–ওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন।