
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি হঠাৎ বেতার ভবনের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে শেরে বাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, “আজ সন্ধ্যায় বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা দোষীদের শনাক্তের চেষ্টা করছি।”