
মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা খাবার সংরক্ষণের অভিযোগে এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মেসার্স সোনার বাংলা হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর অবস্থা, বাসি খাবার ফ্রিজে রাখা, খোলা খাবারে মাছি ও পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি হালনাগাদ মূল্য তালিকা না থাকা এবং নিষিদ্ধ কাগজে খাবার সংরক্ষণের প্রমাণও মেলে। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় হোটেল মালিক মো. উজির বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ফ্রিজে রাখা বাসি খাবার ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।
অভিযান শেষে সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি। তাই জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”