
চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। সবাই বাগোয়ান ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
গুলিবিদ্ধদের মধ্যে আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে করে আসা দুর্বৃত্তরা এলাকায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলার কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেনি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন কাউকে পাইনি। বর্তমানে অভিযানে আছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, জানার চেষ্টা করছি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”