
দুই ঘণ্টার টানা অবরোধ ও বিক্ষোভের পর ফার্মগেটের ব্যস্ত সড়ক থেকে সরে গেছে তেজগাঁও কলেজের উত্তেজিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে তারা সড়ক ছেড়ে দেন, ফলে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল।
সকালে ১০টা ২০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)-এর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে বিক্ষোভে নামে। অবরোধ শুরু হতেই পুরো এলাকায় থমকে যায় যানবাহন, তৈরি হয় তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী একযোগে ফার্মগেট মোড় ও আশপাশের সড়ক দখলে নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
‘তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন; সাকিব হত্যার বিচার চাই।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান জানান, “সাকিবুল হত্যায় মামলা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।”
তার আশ্বাসের পরই পুনরায় যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।