
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
রইসের কান্নার ভিডিও নাড়িয়ে দিয়েছিল দেশের অসংখ্য মানুষের হৃদয়। এ ঘটনার পর বৃদ্ধকে ওমরাহ হজ পালন করতে মক্কা পাঠানোর প্রতিশ্রুতি দেন অভিনেত্রী অপু বিশ্বাস। প্রতিশ্রুতি অনুযায়ী কথা রেখেছেন অভিনেত্রী। অবশেষে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রইস উদ্দিন।
হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে রইস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে।’
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
বলে রাখা ভালো, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অপু বিশ্বাস। অবশেষে অভিনেত্রীর অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন রইস উদ্দিন।