
ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এবার ‘বছর-সারসংক্ষেপ’ভিত্তিক একটি ফিচার চালু করেছে ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই নতুন সুবিধার মাধ্যমে ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের সময় কাটানো ও কথোপকথনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এক নজরে তুলে ধরা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানায়, নিয়মিত ব্যবহারকারীদের জন্য এটি একটি ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা। এর মাধ্যমে পুরো বছরের কথোপকথন, ভাবনা বিনিময় এবং সৃষ্টিশীল মুহূর্তগুলো ফিরে দেখা যাবে।
কীভাবে কাজ করবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’
ওপেনএআইয়ের তথ্যমতে, এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ অপশন চালু থাকতে হবে। যেসব ব্যবহারকারী লগইন অবস্থায় এসব সেটিংস অন রেখেছেন, তাদের জন্য ধাপে ধাপে ফিচারটি সক্রিয় করা হচ্ছে।
বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে চালু রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এখনই এই সুবিধা পাচ্ছেন। তবে অন্য দেশগুলোতে কবে এটি চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ওপেনএআই।
এই ইয়ার-ইন-রিভিউ ফিচারে ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির সারা বছরের কথোপকথনের সারাংশ, সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলো এবং যৌথভাবে তৈরি করা উল্লেখযোগ্য আইডিয়াগুলোর হাইলাইট দেখানো হবে। ওপেনএআই জানায়, ধারণাগতভাবে এটি স্পটিফাই র্যাপডের মতো হলেও এখানে গান নয়—বরং ব্যবহারকারীর চ্যাটজিপিটি ব্যবহারের সময়, আগ্রহের ধরন এবং আলোচনার প্রবণতা তুলে ধরা হবে।
কীভাবে দেখা যাবে নিজের রিভিউ
যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেখানকার ব্যবহারকারীরা দিনের বিভিন্ন সময়ে অ্যাপে ঢুকে দেখতে পারেন ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি সক্রিয় হয়েছে কি না।
এ ছাড়া নতুন একটি চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নির্বাচন করেও এই রিভিউ দেখা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন “Show me my year with ChatGPT”।
সূত্র: টেক টাইমস