
খেলার খবর দর্শকদের কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, আর সেই কাজের বড় অংশই চলে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে এবার স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে নিরাপত্তা শঙ্কার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি সাংবাদিকদের মাঠে প্রবেশের সুযোগ সীমিত করার সিদ্ধান্তের কথাও জানানো হয়। নতুন এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির আয়োজিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বিসিবির পক্ষ থেকে আগেই জানানো ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভারের ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন।
এর ফলে প্রয়োজন ছাড়া গণমাধ্যমকর্মীরা আর ইচ্ছামতো স্টেডিয়ামে প্রবেশ করে কাজ করতে পারবেন না। একই সঙ্গে স্টেডিয়াম ও বিসিবির কার্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বোর্ড।