
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিল যে ভারতের মাটিতে খেলতে যাওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না। সূচি পুনর্বিন্যাস নিয়ে আইসিসি চাপে থাকলেও বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছে।
মঙ্গলবার ১৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসে এই বিষয়টি পরিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভার্চুয়াল বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বৈঠক শেষে সহ সভাপতি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, “আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।”
এর আগে বিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আইসিসির সঙ্গে আলোচনার সময় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসিকে অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে আইসিসির অবস্থান ভিন্ন। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে এবং বিসিবির উচিত তাদের সিদ্ধান্ত নতুন করে ভাবা। তবে বিসিবি স্পষ্ট করে দিয়েছে, এই অবস্থান বদলানোর কোনো পরিকল্পনা নেই।
এখন প্রশ্ন একটাই, এই টানাপোড়েনে শেষ পর্যন্ত আইসিসি কোন পথে এগোয়।