
ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা।
শনিবার (২৪ জানুয়ারি) তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে এলাকায় আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, “আমরা প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, অথচ চুলা জ্বালালে বাতাস বের হয়। এটি জনগণের সঙ্গে প্রতারণা।” এই অস্বচ্ছতার সমাধান হিসেবে তিনি সংসদে প্রথমেই ‘নো সার্ভিস, নো বিল’ নীতি প্রবর্তনের কথা জানিয়েছেন। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করা হবে।
ডা. জারা পরিকল্পনা করেছেন রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে ‘ডেডলাইন’ নির্ধারণ এবং কাজ না হলে ঠিকাদারকে জরিমানা করা। মুগদা মেডিকেলের বেহাল দশা দূর করে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি-হাসপাতাল’ হিসেবে গড়ে তোলা তার অঙ্গীকার। বর্ষার আগে স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন এবং নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে ‘নিরাপদ করিডোর’ তৈরি করা হবে।
শিক্ষা ও প্রযুক্তিতে অগ্রাধিকার দিয়ে তিনি জানিয়েছেন, স্কুল-কলেজ ও গার্মেন্টস সংলগ্ন রাস্তায় সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্ট বসানো হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ, বাসে নারীদের জন্য নিরাপদ যাতায়াত এবং স্কুলে ভর্তি ক্ষেত্রে এমপির কোনো কোটা থাকবে না—শুধু যোগ্যতা নির্ভর মূল্যায়ন হবে। এছাড়া, স্টার্ট-আপ এবং উদ্যোক্তা ফান্ডের মাধ্যমে অর্থনৈতিক সমতা স্থাপন এবং প্রতিটি ওয়ার্ডে ‘কমিউনিটি ডে-কেয়ার সেন্টার’ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নির্বাচনের পর প্রার্থীরা যেন ‘উধাও’ না হন, তার জন্য স্থায়ী কার্যালয় ও ডিজিটাল অভিযোগ ট্র্যাকিং ড্যাশবোর্ড গড়ে তোলার কথা উল্লেখ করেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ গড়ার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের মাথা নত হতে দেব না। ঢাকা-৯-এর ভাগ্য বদলাতে এবার একজন ডাক্তারকে সুযোগ দিন।”