
ঢাকা-৮ আসনের ১০ দলীয় নির্বাচনী জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করা হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ করেন তিনি। একই দিনে তিনি আমিনবাগ ও চামিলিবাগ এলাকায় গণসংযোগ করেন।
তৃতীয় দিনের প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী, তবে পরবর্তীতে আবার শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে কার্যক্রম চালিয়ে যান।
তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে, সেগুলো ভুয়া কার্ড।”
নাসীরুদ্দীন আরও জানান, “একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে।”
তিনি নির্বাচিত হলে সমস্যা সমাধানের রাজনীতির মাধ্যমে দোকান-পাট, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দেন।